MENU

Fun & Interesting

Cinemawalar Dol

Cinemawalar Dol

- কিসের চ্যানেল এটা?
- সিনেমাওয়ালার দল, এটা বাঙালির চ্যানেল, বাংলা চ্যানেল। একমাত্র যে ভাষার জন্য লড়াই হয়েছে গোটা পৃথিবীতে। সেই ভাষার মাধুর্যতে নিজেদের সমৃদ্ধ করাই এই চ্যানেলের একমাত্র উদ্দেশ্য।

- শো এর নাম গুলো তাহলে হিন্দি আর ইংরাজি মিক্স কেন?
- বাঙালি সঠিক ভাবে বাংলা লিখে খুঁজে পায়না আমাদের। তাই একটু হিন্দি আর ইংরাজি মিশিয়ে শো এর নাম রাখতে হয়। নামে কি এসে যায় বলুন!

- তো কি বিষয়ে ভিডিও বানাও শুনি?
- প্রথমে শর্টফিল্ম বানাতাম। তারপর একটা শো করেছিলাম "Kisso Ka Mixtape" নামের। এখন একটা রেডিও শো বানাচ্ছি আমরা "হপ্তা শেষের রেডিও" নামের। সবটাই এই চ্যানেলে পাবেন। আলাদা আলাদা প্লে লিস্ট করা আছে।

- বাহ! বেশ, কিন্তু, কবে কবে শো হয় তোমাদের?
- প্রতি শুক্রবার ঠিক রাত ৯ টায় নতুন ভিডিও আসে।

- তোমাদের পালের গোদাটি কে?
- আজ্ঞে, সুমন ওর নাম। আগে একাই ছিলো, তবে এখনকার শো'টা সমাদৃতা হোস্ট করে।

- এসব করে পয়সা আসে?
- আসতেও পারে, যদি আপনি সাবস্ক্রাইব করেন। আর আমাদের বানানো ভিডিও গুলো কাছের মানুষের সাথে ভাগ করে নেন।
ও হ্যাঁ, ভালো লাগলে লাইক ও করে দেবেন প্লিজ।

এবার একটু চ্যানেলটায় নজর বুলিয়ে নিন!