ছোটবেলায় পাওয়ার কাটের দিনে, মোমবাতির আবছা আলোয় বসা ভূতের গল্পের আসর গুলো মনে আছে ? বাড়ির বড়দের মধ্যে কেউ এমন থাকতেন যিনি হাড় হিম করা সব সত্যি ভূতের গল্প শোনাতেন, যে গল্পগুলো হয়তো কিছুটা সত্যি কিন্তু গল্প বলার সময় গল্প বলার খাতিরেই তাতে অনেকটা রং চরে যেত।
কিন্তু সেই বয়সে আমরা তখন অত কিছু বিচার না করে ভুতের গল্পগুলো কিন্তু গোগ্ৰাসে গিলতাম, আসলে ভূতের গল্পের ম্যাজিকটাই এমন যে সে সব বয়সের শ্রোতাদের আকর্ষিত করতে পারে। আর সেই ভূতের গল্পগুলো যদি হয় সত্য ঘটনা অবলম্বনে তাহলে তো আর কথাই নেই। সত্যি মিথ্যা যুক্তিবাদ বিজ্ঞান চিন্তা এসব কিছু মুলতবি রেখে আমরা হাঁ করে সেই , শিরদাঁড়া দিয়ে ঠান্ডা রক্তের হিমেল স্রোত বয়ে নিয়ে যাওয়া, গায়ের প্রত্যেকটি রোম হঠাৎ করে খাড়া করে দেওয়া, বা বুকের মধ্যে অনবরত হাতুড়ি পেটা, কপালে বিন্দু বিন্দু ঘাম ফুটিয়ে তোলা গল্পগুলো মোহিত হয়ে শুনি। আমিও চেষ্টা করেছি যদি ছোটবেলার সেই পুরনো গল্প শোনার নেশাটাকেই আবার নতুন করে ফিরিয়ে আনা যায়। গল্পগুলো শুনে জানাবেন যে ছোটবেলার সেই ভূতের গল্পের আসরের স্বাদ কিছুটা হলেও পেলেন কিনা।