ইউরোপ নিয়ে আগ্রহ আছে, বাংলা ভাষা বুঝেন এমন সবার জন্যই আমার এ চ্যানেল। আমি সারোয়ার হোসাইন। বাংলাদেশে আইন পেশায় ছিলাম। বর্তমানে পরিবার নিয়ে স্থায়ীভাবে ফ্রান্সে থাকি।
▶️ এই চ্যানেলে যারা ইউরোপের বাইরে আছেন তারা — কিভাবে বিভিন্ন ভিসা নিয়ে এখানে আসতে পারবেন? কিভাবে স্থায়ীভাবে থাকার সুযোগ হতে পারে? ইত্যাদি বিষয়ে জানতে পারবেন।
একই সাথে যারা ইতোমধ্যে ফ্রান্সে/ইউরোপে আছেন তাদের বিভিন্ন নাগরিক অধিকার, এসাইলাম আবেদন নিয়ে আমার ব্যক্তিগত মতামত ভিত্তিক ভিডিও থাকবে।
অনুগ্রহ করে Subscribe করুন।
⚠️ Disclaimer: বুঝতে হবে আইন পরিবর্তনশীল। পরিবর্তিত কিংবা প্রচলিত আইনের কোনো বিষয়বস্তুর সাথে যদি আমার বক্তব্য, ধারণা সাংঘর্ষিক হয় সেক্ষেত্রে অবশ্যই আমার ব্যক্তিগত অভিমতের উপর আইন প্রাধান্য পাবে। 💯
আমি আপনার আইন উপদেষ্টা না। এই চ্যানেলের সবকিছুই বিনোদন, তথ্য এবং শিক্ষাগত উদ্দেশ্যে। তবে, যদি কারও আইনজীবির প্রয়োজন পরে সেক্ষেত্রে আমার পরিচিত আইনজীবির মাধ্যমে আমি আপনাকে সহায়তা করতে পারি। ধন্যবাদ।