MENU

Fun & Interesting

কৃষ্ণ ভাবের উদয়

কৃষ্ণ ভাবের উদয়

ভালোবাসা বুদ্ধিকে স্থির করে,
ধৈর্য মনকে স্থির করে,
প্রেম হৃদয়কে স্থির করে,
সমর্পণ শরীরের আবেগকে
শান্ত করে শরীরকে স্থির করে,
ন্যায় আত্মাকে স্থির করে,

মন, বুদ্ধি, হৃদয়, শরীর ও আত্মা
এই পাঁচটি ধর্মের আধার
যখন শান্ত ও স্থির
হয়ে যায় তখন
মানুষ করুণায় ভরে যায় ।

🌹🌹🌹আর তখন তাকে ধর্ম বলে🌹🌹🌹
(((((((👉👉👈👈)))))))

Thank you for visiting our channel.
-------------------------------------------------------------