MENU

Fun & Interesting

Kartick Horticulture

Kartick Horticulture

আমি তোমাদের বন্ধু কার্তিক অধিকারী।আমার ছোটবেলা থেকেই বাগান করার খুব ইচ্ছে ছিল আর সেই ইচ্ছে পূরণও করেছিলাম।আগে শুধুমাত্র শীতকালীন কিছু গাছ করতাম তখন গাছের সম্পর্কে কিছুই জানতাম না, তাই বড়সড়ো বাগান করা হয়ে ওঠেনি। যত দিন গেল ধীরে ধীরে গাছের ভাষা বুঝতে শিখলাম। তার পরেই বড় বাগান করার পথ শুরু হল।

এরপর একদিন আমি ভাবলাম আমার মত যেসব বন্ধু বাগান করতে চায় তাদের আমি আমার সাধ্য অনুযায়ী পরামর্শ দেবো, যাতে আমার সকল বন্ধুদের একটু উপকার হয় সহজে বাগান করার। তাই আমার সকল বন্ধুদের উপকারের স্বার্থে আমার এই YOUTUBE এর পথে আসা।

এখানে প্রতিদিন তোমাদের বাগানের যত্ন নিয়ে ভিডিও নিয়ে আসি।
আমি আশা করব আমার প্রতিটা বন্ধু আমার ভিডিও গুলো দেখে সঠিক ভাবে তাদের গাছের যত্ন নেবে এবং আমার চ্যানেলেটি SUBSCRIBE করে বেল বাটন অন করে রাখবে।

ধন্যবাদ বন্ধুরা
🙏🏻🙏🏻🙏🏻
For Business and Sponsorship Enquiry- kartickadhikary478@gmail.com