MENU

Fun & Interesting

Motivation Today

Motivation Today

নমস্কার বন্ধুরা🙏🙏 Motivation Today চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক ভাবে স্বাগত জানাই। প্রত্যেক মানুষের মধ্যেই ঈশ্বর বাস করেন, তাই মানুষের সেবা করার মাধ্যমেই ঈশ্বরের সেবা করা যায়। ঈশ্বরের কথা, ঈশ্বরের বাণী যেকোনো মানুষের জীবনে আমূল পরিবর্তন এনে দিতে পারে। আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা নিয়মিত ভাবে কৃষ্ণ কথা, কৃষ্ণের বাণী, মহাভারতের কৃষ্ণের বাণী, কৃষ্ণের জীবন বদলে দেওয়া নানান অনুপ্রেরণা মূলক উপদেশ আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। এছাড়াও গীতার বাণী ও মহাপুরুষদের বাণী আমরা বড়ো এবং ছোটো ভিডিওর মাধ্যমে নিয়মিত ভাবে উপস্থাপন করছি। আমাদের উদ্দেশ্য ঈশ্বরের কথা প্রচার করার মাধ্যমে মানুষকে অনুপ্রাণিত করা। শ্রীকৃষ্ণের অমূল্য বাণী শ্রবণ করে একজন ব্যক্তিও যদি তার জীবনে চলার পথে আলোর ঠিকানা খুঁজে পান তাহলে আমরা অত্যন্ত আনন্দিত হব। আমাদের কৃষ্ণময় পরিবারে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আপনার মাধ্যমে আমরা এই কৃষ্ণ পরিবারে যুক্ত হওয়ার জন্য আপনার প্রিয়জন ও বন্ধুবান্ধবদের আন্তরিক ভাবে আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকুন, এগিয়ে থাকুন। জয় ভগবান কৃষ্ণ। জয় গুরুদেব।