আমরা মূলত বাংলাদেশের নাগরিক সমস্যা, সচেতনতা এবং নাগরিক অধিকার নিয়ে কাজ করি।
রাষ্ট্রের যেসকল সেবাদানকারী প্রতিষ্ঠান নাগরিকদের যে সকল সেবাদানে প্রতিশ্রুতিবদ্ধ সমস্ত সেবা দানে সে প্রতিষ্ঠানকে সহযোগিতা করবো,এবং নাগরিকদের সেবা নিতে সচেতনতা গড়ে তুলবো। এই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা মুক্তিযুদ্ধের যে চেতনা তা বাস্তবায়িত করার জন্য কাজ করে যাবো।
একজন নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি যে দায়িত্ব,কর্তব্য থাকে তা আমরা প্রাতিষ্ঠানিক ভাবে করবো।
We primarily work on citizens problems, awareness and citizen rights in Bangladesh.
We will cooperate with the state's service-providing institutions in providing all the services they are committed to providing to the citizens, and we will raise awareness among the citizens to receive services. With this aim, we will continue to work to realize the spirit of the liberation war.
At the same time, we will work to protect the green environment in all institutions of the state.
As a citizen, we will fulfill our responsibilities and duties to the state institutionally.