ঘুরে বেড়াই আর ঘুরে বেড়ানোর গল্প বলি।
উঁহু, ভ্লগার ব্লগার কোনোটাই নই। একজন চাকুরিজীবি ভেতো বাঙালির মনে gypsy বা ভবঘুরে হওয়ার ইচ্ছে জাগলে যা হতে পারে, আমি তাই।
ফুলটাইম জিপসি হয়ে যেতে পারলে হয়তো ভালো হতো কিন্তু আপাতত সে সুযোগ নেই। অগত্যা Gypsies with Jobs!
ঘুরতে যেতে, ঘুরতে যাওয়ার গল্প শুনতে, আর ঘুরতে যাওয়ার প্ল্যানিংয়ের সমস্ত ডিটেইলস জোগাড় করাই যদি আপনার শখ হয় তাহলে সাবস্ক্রাইব করতেই পারেন আমাদের চ্যানেল।
সুযোগ পেলেই বেড়িয়ে পড়ছি আমরা। আর এই চ্যানেলে সেই বেড়ানোর গল্প তো থাকছেই সাথে থাকছে খাওয়া এবং থাকার ঠিকানা, অফবিট হোমস্টের খোঁজ, যাতায়াতের খরচ, গাড়ির খোঁজ, সাইটসিইংয়ের তালিকা, ট্রিপের বাজেট এই সব কিছুই।
তাহলে চলুন, এবার বেড়িয়ে পড়ি...