বাংলা সাহিত্য ভান্ডার এককথায় মনি মানিক্যে ভরপুর। ইদানিং ব্যস্ত সময়ের সাথে সাথ মিলিয়ে চলতে গিয়ে কম বেশি প্রত্যেকেই সেই ভান্ডারের রসস্বাদন থেকে বঞ্চিত। ইচ্ছে থাকলেও সময় সুযোগ হয়তো হয়ে ওঠেনা। কিন্তু বাঙালি সব সময়েই পরিবর্তিত পথ খুঁজে নিতে জানে। তাই কাজের ফাঁকে,অথবা অফিস যাতায়াতের পথে কানে বাজতে থাকে সেই সাহিত্য থেকে তৈরি করা বিভিন্ন শ্রুতিগল্প। বাংলায় যার বিপুলভাবে পথ চলা শুরু সম্ভবত রেডিও মির্চির Sunday সাসপেন্স এর হাত ধরে।
আমরা সেই অর্থে নেহাতই আনকোরা। তবুও বাংলা সাহিত্যের প্রতি ভালোবাসা থেকে এবং গল্প শোনানোর সুপ্ত ইচ্ছেটা কে বাস্তবায়িত করতেই আমাদের এই প্রচেষ্টা। নিখুঁত হওয়াটাই অস্বাভাবিক। আশা রাখবো তবুও আপনারা শুনবেন। ভুল হলে জানাবেন। ভালো লাগলে বন্ধু পরিজনের সাথে কাজ share করবেন, সেই আশা নিয়েই পথ চলা শুরু করলাম।
আমাদের সাথে কথা বলতে চান? ইমেল করুন এই ঠিকানায়।
writetoegp@gmail.com
For any kind of assistance or query feel free to contact us at
writetoegp@gmail.com