Nayapara Ummul Qura Academy
This institute is hopeful and unique Educational for Rohingya Community in Bangladesh.
টেকনাফ থানার অন্তর্গত হ্নীলা ইউনিয়নের দক্ষিণ লেদা নয়াপাড়া এলাকায় অবস্থিত নয়াপাড়া উম্মুল কুরা একাডেমী একটি সুপরিচিত ইসলামিক শিক্ষাপ্রতিষ্ঠান, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে মানসম্মত ইসলামিক শিক্ষা প্রদান করে আসছে। কুরআন ও সুন্নাহর আলোকে ধর্মীয় শিক্ষা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ এই একাডেমী একটি পূর্ণাঙ্গ ইসলামী জীবন গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
মহান আল্লাহ্ কুরআনে বলেন, "তোমাদের মধ্যে একটি দল থাকা উচিত, যারা মানুষকে কল্যাণের পথে আহ্বান করবে, সৎকাজের আদেশ করবে এবং অসৎকাজ থেকে বারণ করবে।" (সূরা আল-ইমরান, আয়াত ১০৪)। এই আদর্শকে সামনে রেখে মাদ্রাসাটি ছাত্র/ছাত্রীদের ইসলামী শিক্ষায় উন্নীত করার পাশাপাশি আধুনিক শিক্ষার সুযোগও প্রদান করে, যাতে শিক্ষার্থীরা সামাজিক ও ব্যক্তিগত জীবনে যোগ্যতার প্রমাণ দিতে পারে।
★আমাদের একাডেমীর বিভাগ সমূহ
১. হিফজুল কুরআন।
২. নূরানী প্লে শ্রেণি থেকে দিত্বীয় শ্রেণি পর্যন্ত।
৩. এবতেদায়ী তৃতীয় থেকে ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত।