Catfish bd
মূলত একটি শিক্ষা, তথ্য ও সেবা মূলক প্রচার মাধ্যম।
আমাদের চ্যানেলে শিং,মাগুর,পাবদা,
গুলশা ও টেংড়া অথাৎ catfish জাতীয় মাছের রেনু চাষ থেকে মাছ বিত্রুি পযর্ন্ত সকল তথ্যচিত্র নির্ভূল ভাবে তুলে ধরার আপ্রান চেষ্টা করি।
প্রিয় চাষী ভাইয়েরা,
উদ্ভাবনী চিন্তা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে মাছ চাষে এক নতুন দ্বিগন্তের উন্মোচিত হয়েছে। যে প্রযোক্তি বা পদ্ধতি প্রয়োগ করে অধিক ঘনত্বে শিং, মাগুর, পাবদা, গুলশা এবং টেংড়া মাছ চাষ করে অকল্পনীয় সাফল্যে অর্জন করে বহু চাষী ভাইয়েরা আজ স্ববলম্বী। তাঁরা প্রমান করেছেন যে, সঠিক পরিকল্পনা, কঠোর পরিশ্রম এবং সদিচ্ছা দিয়ে যেকোনো চ্যালেঞ্জ জয় করা সম্ভব।
প্রগতিশীল ও পরিশ্রমি চাষি ভাইদের , দূরদান্ত সাফল্যের আংশিক তথ্য তুলে ধরার চেষ্টা করছি মাত্র।
catfish bd চ্যানেলটি Subscribe করে,
লাইক ও কমেন্ট জানিয়ে উৎসাহী করুন।
আপনার আশেপাশে সফলতার কোন গল্প থাকলে আমাদের জানান,
আমরা তথ্য সংগ্রহ করে প্রচার মাধ্যমে অন্যকে উৎসাহীত করছি ।
প্রয়োজনে- 01929605831
( কামাল পারভেজ )