Sanzida's classroom sublime
আসসালামু আলাইকুম,জ্ঞান চর্চার ক্ষুদ্র এ আঙিনায় আপনাকে স্বাগত জানাচ্ছি।বাংলা ভাষা ও সাহিত্য সম্পর্কে বিশদভাবে জেনে নিজেকে আরো দক্ষ করে তুলতে পাশে থাকুন। এই চ্যানেলে প্রাধানত পড়াশোনা বিষয়ে ভিডিও দেবো।পাশাপাশি আমার দৈনন্দিন পড়াশোনার কিছু গুরুত্বপূর্ণ নোট শেয়ার করব।আপনাদের আন্তরিকতা, পাশে থাকা আমার পথ চলার আনন্দ বহুগুণ বাড়িয়ে দিছে।ধন্যবাদ🥰 নিজের কিছু কথা নিজের মতো শেয়ার করার জন্য এ ভুবনে আসা।প্রধানত পাবলিক বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিষয়ভিত্তিক বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করব।
বাংলা সাহিত্য ও ভাষা#কবিতা,নাটক,উপন্যাস,প্রবন্ধ,গদ্য সব বিষয় এ চ্যানেলে আলোচনা পাওয়া যাবে#বিশ্ববিদ্যালয় পর্যায়ে বাংলা ভাষা ও সাহিত্যের বিভিন্ন টপিকের সহজ আলোচনা।#বই রিভিউ#অডিওবুক#কবিতা আবৃত্তি #গল্প#উপন্যাস#ইতিহাস#দর্শন মাধ্যমিক বাংলা ইংরেজি বিজ্ঞান গণিত সকল সাবজেক্ট নিয়ে আলোচনা.বিসিএস প্রস্তুতি, প্রাইমারি শিক্ষক প্রস্তুতি, সাধারণজ্ঞান প্রস্তুতি, শিক্ষকনিবন্ধন প্রস্তুতি ইত্যাদি।