MENU

Fun & Interesting

Krishi Bioscope

Krishi Bioscope

The Krishi Bioscope(Agricultural Bioscope) Channel is a non-commercial channel through which modern information and technology on agriculture is presented.
“কৃষি বায়োস্কোপ” একটি ডিজিটাল কৃষি সম্প্রসারণ উদ্যোগ। সফল কৃষি উদ্যোগের রূপকারদের সাফল্যের বাস্তব গল্পগাঁথার ভিডিওচিত্র ধারণ এবং অন্যতম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে তা প্রচার করে তাদেরকে উৎসাহিত করা এবং আগ্রহী নবীন উদ্যোক্তাদের আকৃষ্ট করার মাধ্যমে কৃষি উন্নয়নে অবদান রাখাই এই ডিজিটাল কৃষি সম্প্রসারণ উদ্যোগের প্রধান লক্ষ্য।
“কৃষি বায়োস্কোপ” একটু সম্পুর্ণ অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ। কৃষক, কৃষি উদ্যোক্তা ও কৃষিতে আগ্রহীদের দক্ষতা উন্নয়নে “কৃষি বায়োস্কোপ” তথ্যচিত্র নির্মানের পাশাপাশি প্রশিক্ষণ কর্মশালা, সেমিনার, মোটিভেশনাল ট্যুর, অনলাইন টকশো এবং বিভিন্ন প্রকাশনা ও প্রচারণামূলক কার্যক্রম আয়োজন করে থাকে।
“কৃষি বায়োস্কোপ” উদ্যোক্তা, কৃষক এবং কৃষি প্রযুক্তি উদ্ভাবন ও হস্তান্তরের সাথে সংশ্লিষ্ট বিজ্ঞানী ও সম্প্রসারণ কর্মী এবং বাজারজাতকারীদের মধ্যে কার্যকর সেতুবন্ধন সৃষ্টিতে অবদান রাখতে অঙ্গীকারবদ্ধ ।