বাঙ্গালীর সব ক্ষেত্রে আধুনিকতার ছোঁয়া লেগেছে। শহর আর গ্রামের পার্থক্য এখন আর তেমন চোখে পড়ে না। শহরের সব সুবিধাই বর্তমানে পাওয়া যায় মফস্বল শহর ও গ্রামগুলোতে। বাঙ্গালীর জীবনযাত্রার প্রতিটি স্তর যেমন আধুনিক হয়েছে তেমনি খাবার দাবার ও রান্না বান্নাতেও এসেছে ব্যাপক পরিবর্তন। তাই সময়ের সাথে তাল মেলাতে আমাদের এই আয়োজন (Shamima's cook's Corner) আমরা চেষ্টা করছি বাঙ্গালীর প্রতিদিনকার খাবার দাবার ও রান্না বান্নায় আরো সহজ উপকরন, সহজ উপায়ে এবং বৈচিত্র্যপূর্ণ করে কিভাবে আধুনিকতার ছোঁয়া দেওয়া যায়। স্বাস্থ্যসম্মত ও আধুনিক রান্নার নতুন নতুন সব বাংলা রেসিপি পেতে আমাদের সাথেই থাকুন।