চরম সত্যিটা বলতে আমরা চিরদিনই ভয় পায়। আর গোপন কথাটা আমাদের ফিসফিস করে বলাই অভ্যাস। চলতি মিডিয়াকে দোষ দিয়ে লাভ নেই। দোষ দিয়ে লাভ নেই সাধারণ আম-জনতাকেও। আজ আমাদের সবকিছুতেই রাজনীতি। কিন্তু এরপরেও আমি-আপনি কিংবা আমরা সেটা স্বীকার করতে চাই না। বাজার যে আমাদের গ্রাস করেছে সেই সত্যিটাই বা আমরা ক‘জন স্বীকার করি। তাই চরম সত্যিটা স্বীকার করতে বা করাতেই এই চ্যানেলের ভাবনা। পারা না পারা, সেটা পরের কথা। কিন্তু শুরুটা অন্তত করা যাক। অন্দরের গোপন কথা বলব - এটা আমাদের অহঙ্কার নয়, বরং সদিচ্ছা। হ্যাঁ, হয়তো আমরা নিরপেক্ষ নই। কেননা, আমরা বিশ্বাস করি নিরপেক্ষ বলে কোনো পক্ষ হয়না। তবে একথাও সত্যি, আমরা আমার-আপনার মতো আম-জনতার মনে ওঠা নানা প্রশ্নের উত্তর খুঁজতে চাই। প্রশ্নের উত্তর খুঁজতে চাই, এক্কেবারে বিভিন্ন পক্ষের সমর্থক-কর্মী-নেতা-মন্ত্রীদের মনের অন্দরে গিয়ে। মুখোসের আড়ালে থাকা মুখের সামনে গিয়ে। সেই চেষ্টাতে আপনাকেও শামিল করতে চাই। আসুন না একবার লড়াইটা লড়েই দেখা যাক। মুখোশের আড়ালে ঠিক কী রয়েছে, দেখার চেষ্টা করা যাক। কী বলেন?