@assamislamicmedia7021
Contact 8761063096
যে কোনো সময় যে কোনো কারণে কল করতে পারবেন
অনুগ্রহ করে কেউ বিনা অনুমতিতে এই চ্যানেলের ভিডিও বা
কন্টেন্ট আপনার চ্যানেলে আপলোড দিবেন না ! কারণ রিইউজ ধরা পড়লে জানানী ছাড়াই কপিরাইট স্টাইক দেওয়া হবে তাতে আপনি যত কাছের মানুষ হয়ে থাকেন না কেন।
ধন্যবাদ
হে জমিনের মালিক, আমি শত্রুদের শত্রুতা ও তাদের ক্ষতি সাধনের মোকাবেলায় আপনাকে রাখছি এবং তাদের অনিষ্ট হতে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। দুনিয়ার জীবনকে আখিরাতের জন্য বিক্রি করলে আপনি দুই জীবনেই জয়ী হবেন।আখিরাতের জীবনকে দুনিয়ার জন্য বিক্রি করলে আপনি দুই জীবনেই পরাজিত হবেন। অবশেষ জান্নাত ও জাহান্নাম সম্পর্কে প্রত্যেক মুসলিমের পূর্ণ ধারণা থাকতে হবে কেননা জান্নাত হল মুমিনের জন্য চিরশান্তির জায়গা, আর সেখানে আরাম- আয়েশ সুখ ও শান্তি, আমোদ ও প্রমোদ সহ চিত্ত বিনোদন ও আনন্দের চরম ব্যবস্থা রয়েছে মুমিনের জন্য। আর সেখানে ভোগ-বিলাস ও পানাহারের আতিশয্য, আর জান্নাতীরা সেখানে কামনা করবে সকল কিছুই পাবে। কাফেরদের জন্য রয়েছে জাহান্নাম তাই এই ওয়াজে জান্নাত ও জাহান্নাম এর গুরুত্ব দিয়েছেন ,