Radhavinod Thakur Goswami
Radhavinod Thakur Goswami | জন্ম পশ্চিমবঙ্গীয় পুরুলিয়া'র ঝাড়খন্ড সীমান্ত সংলগ্ন বেগুনকোদর গ্রামে | শ্রীচৈতন্য মহাপ্রভু ও শ্রীনিত্যানন্দ প্রভু'র প্রিয়পার্ষদবরেণ্য শ্রীধনঞ্জয় পন্ডিত ঠাকুরের পুত্র-পৌত্রাদিক্রমে ত্রয়োদশতম বংশধর | মাত্র ১৩ বৎসর বয়স থেকে গ্রামে-গ্রামান্তরে কথকতা | নবদ্বীপের বিষ্ণুপ্রিয়া বংশোদ্ভূত প্রভুপাদ শ্রীনিশীথ গোস্বামী'র কাছে সংস্কৃত ব্যাকরণ , বৈষ্ণব দর্শন এবং ভাগবত শিক্ষা | নবদ্বীপ-ভারতী চতুষ্পাঠী সংস্কৃত মহাবিদ্যালয় থেকে প্রধান বিষয় সংস্কৃত নিয়ে উচ্চমাধ্যমিক ( প্রাক্-শাস্ত্রী ) , বেদান্ত দর্শনের ওপর বি.এ-অনার্স ( শাস্ত্রী ) এবং বেদান্তে এম.এ ( আচার্য্য ) পাঠ ও প্রথম বিভাগে উত্তীর্ণ | সমগ্র বাংলার প্রায় প্রতিটি জেলায় , উত্তরবঙ্গ-দ:বঙ্গের প্রায় প্রতিটি ছোট-বড় শহরে ও গ্রামগঞ্জে , বাংলাদেশের ঢাকা-নারায়ণগঞ্জ-রাজশাহী-চট্টগ্রাম-সিলেট ও অন্যান্য স্থানে , আসামে , মেঘালয়ে , ঝাড়খন্ডে , ওড়িশার কটকে-ভুবনেশ্বরে-পুরীতে , উ:প্রদেশের বৃন্দাবন-রাধাকুন্ডে আয়োজিত মহতী সভা এবং ভাগবতী কথা বাসরে আহূত হয়ে অভিনব প্রবচন পারিপাট্যে অগণিত নর-নারীকে নির্মলানন্দ দান |