## আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বিদ্যুৎ বিষয়ক আত্নকর্মসংস্থানমূলক চ্যানেলে আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি।
## এখানে আপনারা বৈদ্যুতিক কাজের থিউরিটিক্যাল এবং প্রাকটিক্যাল টিউটোরিয়াল/ভিডিও পাবেন যা খুবই সহজ সরলভাবে উপস্থাপন করা হয়েছে। আপনারা অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ।
## আমরা কাজ শিখি, শিখাই এবং করি আমাদের মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা-র হুকুম পালন করার জন্য। আল্লাহ তাআ'লা বলেছেন 💙" আল্লাহ কোন জাতির অবস্থা কখনোই পরিবর্তন করেন না, যে পর্যন্ত না তারা তাদের নিজেদের অবস্থা পরিবর্তন করে "💙 অর্থাৎ চেষ্টা ছাড়া কিছুই পাওয়া যায় না। এজন্যই আমি/আমরা চেষ্টা করি। আল্লাহ আমাদের চেষ্টাকে কবুল করুন এবং হকের সাথে থাকার তাওফিক দান করুন, আমিন।
## সকলের নিকট করজুরে(🙏) অনুরোধ, কাজ করবো সঠিকভাবে, কাউকে ঠকানো উদ্দেশ্য হবে না, বরং উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ তাআ'লা আমাদের সবাইকে তাওফিক দান করুন, আমিন।