ব্যাংকার, ব্যাংক গ্রাহক, ব্যাংকিং ও বিজনেস ডিসিপ্লিনের ছাত্র ও শিক্ষকদের জন্য একটি "LEARNING PLATFORM" এবং "INFORMATION CENTER" হচ্ছে "BANK, BANKER & BANKING" চ্যানেলটি। এখানে ব্যাংক, ব্যাংকার এবং ব্যাংকিংয়ের বেসিক ও মাচ-টকড ইস্যু ও টপিকগুলো নিয়ে নিয়মিত ভিডিও পাবেন।
প্রতিটি ভিডিও তৈরিতে আমি আমার বাস্তব ব্যাংকিং অভিজ্ঞতা, ব্যাংকিং বিষয়ক বিভিন্ন রেফারেন্স বই, বাংলাদেশ ব্যাংকের সার্কুলার ও বিধিবিধান, বিভিন্ন ব্যাংকের সার্কুলার ও ওয়েবসাইট, পত্রিকা, উইকিপিডিয়াসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে পড়াশোনা ও গবেষণা করে স্বল্প সময়ে একটি বিষয়ে পরিপূর্ণ ধারণা দেয়ার চেষ্টা করি। মূলত আমি unanswered ব্যাংকিং ইস্যুগুলোর answer তুলে ধরার চেষ্টা করি এবং ব্যাংকিং বিষয়ের সকল আপডেট দিয়ে থাকি।
তাই আমি নিশ্চিত করে বলতে পারি, প্রতিটি ভিডিওতেই আপনারা অবশ্যই নতুন এবং অজানা কিছু জানতে পারবেন। তাই আপনাকে আমার চ্যানেলের প্রত্যেকটি ভিডিও দেখতে, লাইক-কমেন্ট করে প্রতিক্রিয়া জানাতে, শেয়ার করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ করছি।
For any Business Promotion & Sponsor, Email: bankbankerandbanking@gmail.com