MENU

Fun & Interesting

Golpo Rohosso গল্পরহস্য

Golpo Rohosso গল্পরহস্য

Welcome to my Channel Golpo Rohosso গল্পরহস্য. Golpo Rohosso গল্পরহস্য একটি প্ল্যাটফর্ম যেখানে সম্পূর্ন ব্যক্তিগত উদ্যোগ ও উপস্থাপনায় আমি বিভিন্ন গল্প বা উপন্যাস পড়ে থাকি। ব্যস্ততম এই পৃথিবীতে বই প্রেমিক মানুষ নেহাৎই কম নয়। কিন্তু ব্যস্ততার কারনে যাদের সেই প্রেম নিবেদনের সুযোগ ঘটে না আবার একই সাথে যারা ভালবাসেন গল্প শুনতে, তাদের সকলের জন্যই এই উপস্থাপনা। অডিওবুক ব্যপারটা বাইরের দেশে যতটা প্রচলিত আমাদের দেশে ততটা নয়। তাই সেই আগ্রহ ও মাধ্যম তৈরিতেই এই ক্ষুদ্র প্রয়াস। শুধুমাত্র শোনার মাধ্যমেও যে বইয়ের অফুরন্ত সাগরে ডুব দেয়া যায় এই উপলব্ধি আসুক সবার মাঝে।

ছেলেবেলা থেকেই বই পড়ার প্রতি ছিল অসীম আগ্রহ। এছাড়াও ছিল রাতে ঘুমোবার আগে দিদিমার কাছে গল্প শোনার অভ্যেস। ছেলেবেলা থেকে প্রায় বুড়োবেলায় এসে ঠেকেছে বয়স। প্রচুর বই পড়েছি, পড়ছি; বেঁচে থাকলে পড়া হবেও। তবে হবে না আর ঘুমোবার আগে দিদিমার কাছে গল্প শোনা । এই নিয়ে প্রায় সময়ই স্মৃতিকাতরতায় ভুগি। শুধু আমি নই, খুঁজলে এমন হাহাকার পাওয়া যাবে বহু মানুষের মাঝেই। সেই আগ্রহ থেকেই শুরু করছি গল্প পাঠ। ছেলে বুড়ো সকলের কাছে আমি নিতান্তই একজন গল্পকথক।