Tele Krishi (Tele Agriculture) is a popular platform of agricultural YouTube channel of Bangladesh from where we are uploading latest information of modern agriculture. We show here cattle farming, goat farming, fish farming &poultry farming.
'Tele Krishi - টেলি কৃষি' চ্যানেলের প্রধান লক্ষ্য হচ্ছে আধুনিক কৃষির সম্প্রসারণ করা। সফল কৃষি উদ্যোক্তাদের জীবন গল্প এবং কৃষি ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির সফল ব্যবহার নিয়ে সাজানো হয় আমাদের প্রতিটি ভিডিও চিত্র। এর মাধ্যমে আমরা আধুনিক কৃষির প্রযুক্তিগত ব্যবহার কৃষকদের দ্বার গোড়ায় পৌঁছে দেওয়ার অক্লান্ত পরিশ্রম চালিয়ে যাচ্ছি।
'Tele Krishi - টেলি কৃষি' চ্যানেলটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক , অলাভজনক এবং স্বেচ্ছামূলক উদ্যোগ যার প্রধান লক্ষ্য হচ্ছে কৃষির আধুনিক প্রযুক্তিগত শিক্ষার প্রসার ঘটিয়ে বাংলাদেশে কৃষি ক্ষেত্রে বিপ্লব ঘটানো।
ইতিমধ্যেই আমরা পশু , মৎস্য ,পোল্ট্রি , সবজি জাতীয় ফসল ও ফলের বাগান সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিওতে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার সম্পর্কে তথ্যভিত্তিক প্রামাণ্যচিত্র তৈরীর মাধ্যমে কৃষি ক্ষেত্রে উন্নয়নে কাজ করছি।