MENU

Fun & Interesting

Euro Shoinik

Euro Shoinik

বন্ধুগণ, নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষ আমি বুঝি। তাদের স্বপ্ন, বাস্তবতা, স্বাধ, আহ্লাদ, আনন্দ, বেদনা নিয়াই আমার কাজকারবার। আমি তাদেরই লোক। তাদের হয়েই এই মহান বিপ্লবে লড়ে যেতে চাই। এলিটদের নিয়া আমার কোনো কাজকারবার নাই, ওইটা আমি বুঝিও না।

জীবনে অন্তত একটা ভাল কন্টেন্ট বানাবো। যেখানে আমার, আপনার, তাহাদের মানে নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তের স্বপ্ন, বাস্তবতা এবং ট্র্যাজেডি থাকবে। বলতে পারেন সেটারই প্রস্তুতি চলছে। দিনশেষে সেটা আমি না বানাতে পারলেও, আপনাদের মধ্য থেকে নিশ্চই কেউ বানাবেন। আমার এই পথ চলাতেই আনন্দ।
আমারে সাপোর্ট দিয়েন।