অপসংস্কৃতির কালো থাবায় সমাজ যখন ধংসের দ্বারপ্রান্তে ঠিক তখনই কিছু সচেতন ও সংস্কৃতিপ্রিয় মানুষ একটি সুস্থ ধারার সাংস্কৃতিক সংগঠনের প্রয়োজনীয়তা অনুভব করেন। যার ফলশ্রুতিতে ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হয় বরিশালের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন 'Herarrossy Shilpigosthi'। প্রতিষ্ঠার পর থেকেই পরিচ্ছন্ন সংস্কৃতি চর্চা ও বিকাশে কাজ করে যাচ্ছি আমরা। আমাদের পথচলায় আপনাদের সার্বিক সহযোগীতা কামনা করছি।
#সংক্ষিপ্ত_পরিচিতি:
গোষ্ঠীর নাম: Herarrossy Shilpigosthi
শ্লোগান: "পরিচ্ছন্ন সংস্কৃতির আলোক ছটায় ঘুঁচবেই অমানিশা"
প্রতিষ্ঠাতা: ডা. আব্দুল জলিল
প্রতিষ্ঠাতা পরিচালক:মরহুম মহিউদ্দীন বাকী
বর্তমান পরিচালক: মাহাথির মহিউদ্দিন (২৫ তম পরিচালক)
অফিসিয়াল ইউটিউব চ্যানেল: Herarrossy Shilpigosthi
প্রকাশিত অ্যালবাম সংখ্যা: ৯টি
ভিজুয়াল অ্যালবাম: ১টি
ভিজুয়াল গান নির্মান: ২৮টি
টেলিফিল্ম নির্মান: ২টি
নাটক মঞ্চায়ন: ৮টি
শর্টফিল্ম নির্মান: ১২টি
বিভাগ: সংগীত বিভাগ, নাট্য বিভাগ, কিশোর বিভাগ, শিশু বিভাগ।
মোট শিল্পী সংখ্যা: ৩০০+
টিভি গ্রোগ্রাম: বাংলাভিশন, বৈশাখী, একুশে টিভি, এন টিভি, দিগন্ত, চ্যানেল-9, SA TV,RTV, দীপ্ত টিভি, আনন্দ টিভি