নমস্কার সুধী ভক্তজন,
আমার "পুরাণপাঠ" চ্যানেলে আপনাদের স্বাগত।
ধর্মগ্রন্থ পাঠ করা, ভগবানের নাম কীর্তন করা যেমন পূণ্যের বিষয় তেমনি তা ভক্তজনকে পাঠ করে শোনানো ও সমান ফলপ্রসূ। শাস্ত্রে বলা আছে -- নববিধা ভক্তির এক অঙ্গ হল শ্রবন।
বিভিন্ন পুরাণ, গীতা, শ্রীমদ্ভাগবত,রামায়ণ, শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত, চৈতন্য চরিতামৃত, মহাভারত, মোটিভেশন, আধ্যাত্মিক আলোচনা, উপনিষদ, বেদ, ক্রিয়া যোগ, ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী ও জীবনী, মা সারদা, শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী মহারাজ , ভগবান শ্রীকৃষ্ণ, শ্রীরাধা, বৈষ্ণব শাস্ত্র, ইত্যাদি পাঠ ও আলোচনা করার উদ্দেশ্যেই এই চ্যানেলের যাত্রা শুরু।
ভারতীয় হিন্দু ধর্মের বিভিন্ন গ্রন্থগুলি একজীবনে পাঠ করা সম্ভবপর নয়। তাই শ্রবনের দ্বারাও কিছুটা জানা সম্ভবপর হয়।
এইসব ধর্মগ্রন্থ ভক্তজনকে পাঠ করে শোনানোর উদ্দেশ্য নিয়েই আমার যাত্রা শুরু।
আশা করি আপনাদের ভালো লাগবে।
আশা করব আপনারা আমার পাশে থাকবেন।
----ধন্যবাদ।
কিশোর কুমার বিশ্বাস।