হ্যালো দর্শক বন্ধুরা,
প্রথমেই জানাই আমার চ্যানেলে স্বাগত. যদিও আমার চ্যানেলের নাম Bengali Good Food কিন্তু আমার ভিডিওগুলি শুধুমাত্র খাবারেই কিন্তু সীমাবদ্ধ নয়..খাবারের সাথে সাথে ভ্রমণ, অজানাকে জানা, অচেনাকে চেনা বা দেখার সুযোগ আছে আমার এই চ্যানেলে..আমার ভিডিওগুলির মূল বিষয় হল অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের জীবনযাত্রা, পরিবেশ, খাবারদাবার, কাজ, ভিসা, স্বাস্থব্যবস্থা, শিক্ষা ইত্যাদি বিষয়ে, যেহেতু এই দুটো দেশেই আমি বহুবছর থেকেছি কিংবা এখনো থাকি.
যদি আমার ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো. কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমার যে কোনো ভিডিওর কমেন্ট সেক্শনে গিয়ে মতামত দিতে পারো, আমি সময় পেলেই সেটা উত্তর দেবার চেষ্টা করি. খুব ভালো থেকো.
এটা হলো আমার Bengali Good Food এর অফিসিয়াল ফেইসবুক পেজ
www.facebook.com/profile.php?id=100094024490894&am…
অসংখ্য ধন্যবাদ
তৃষা