সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ
🗿 গবেষণার পথ ধরে বিজ্ঞানের জয়যাত্রা যেমন এগিয়ে চলেছে তেমনি মহানবীর বাণী গুলোর উপর গবেষণা চালিয়ে অনেক গোপন রহস্য বাহির করা যায়৷ অবশ্য মুসলমানদের মধ্যে এই গবেষণার অনেক রকম ফসল বাহির হওয়াতে একদল অপর দলকে কেবল কটুবাক্যই উচ্চারণ করেনি বরং খুনাখুনির অনেক বিশ্রী আর অপ্রিয় দৃশ্য দেখতে হয়েছে। তবে গবেষণার প্রশ্নে মতপার্থক্য থাকাটা স্বাভাবিক। সবাই একই রকম গবেষণা করবে আর গবেষণার ফল যে একই রকম হবে, এরকম কথা বলতে চাই না। তাই বলে আমাদের সবাইকে হাত গুটিয়ে থাকা চলে না। যদি তাই না হয় তাহলে যে কোনো জ্ঞান স্থবিরতার দেয়ালে ধাক্কা খেয়ে থেমে যাবে। তাই কিছু নির্মম সত্য কথার উপর গবেষণা করতে চাই। এরই পথ ধরে আমাদের এই গবেষণামূলক অনুষ্ঠানটি৷ ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিতে পাবেনঃ-
🟢 বাবা জাহাঙ্গীর এর ওয়াজ
এবং
১. ইলমে তাসাউফ বা ইলমে মারেফত কি এবং কেন?
২. পীর ধরার বিষয়ে কোরআন কি বলেছে?
৩. সুফিভিত্তিক অনেক ওয়াজ এবং অসংখ্য সুফি সঙ্গীত
🔷 যদি আমাদের ভিডিও গুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে
পাশে থাকুন। কমেন্ট করে জানান আপনাদের মন্তব্য গুলো, কি কি বিষয়ে জানতে আগ্রহী?