দরসে হাদীস - Darse Hadis
মাওলানা আনাস চৌধুরী
Mawlana Anas Chowdhury
কেন এই চ্যানেল?
"বল, ‘যদি তোমরা আল্লাহকে ভালবাস, তাহলে আমার অনুসরণ কর, আল্লাহ তোমাদেরকে ভালবাসবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন।" (আলে ইমরান:৩১)
অন্যত্র আল্লাহ তায়ালা বলেছেন, "আর তোমার প্রতি নাযিল করেছি কুরআন, যাতে তুমি মানুষের জন্য স্পষ্ট করে দিতে পার, যা তাদের প্রতি নাযিল হয়েছে।" (নাহল:৪৪)
কোরআনে কারীমের এই বিষদ ব্যখ্যা বিশ্লেষণের দায়িত্বটি নবীজি (স:) পালন করেছেন তাঁর কথা কাজ ও সমর্থনের মাধ্যমে।
ইসলামী পরিভাষায় একে "হাদীস" বলা হয়। কুরআনের মত এটাও ওহি। ফলে কুরআনের মত হাদীসও একজন মুমিনের জীবনে সর্বোচ্চ গুরুত্ব রাখে।
'দরসে হাদীস' - Darse Hadis এ আমরা একজন মুসলিমের জীবনের নানান দিক ও অংগন নিয়ে আলোচনা করব, নবীজির হাদীসের আলোকে।
হাদীসের সাথে থাকবে—
১. সরল তরজমা
২. প্রয়োজনীয় ব্যখ্যা
৩. হাদীসের শিক্ষা।
আল্লাহ তায়ালাই তাওফিকদাতা।