السلام عليكم ورحمة الله وبركاتة
সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভাল আছেন। মুক্তির পথ চ্যানেলে আপনাকে স্বাগতম।
তথ্যপ্রবাহের এ যুগে মিডিয়ার মাধ্যমে ইসলামের সৌন্দর্য ও আদর্শ বিশ্ববাসীর কাছে পৌঁছানো খুবই সহজ। বর্তমানে প্রযুক্তির যত ধরন আছে, সবকিছুই ইসলামী দাওয়াতে ব্যবহার করা যুগের দাবি। ইন্টারনেট ইসলাম অনুমোদন করে না এমন সাইটই বেশি। তাই ইন্টারনেটভিত্তিক অপসংস্কৃতি ও অশ্লীলতার অন্ধকারে হারিয়ে যাওয়া বিপুল জনগোষ্ঠীকে একমাত্র অনলাইনভিত্তিক তাবলিগের মাধ্যমে আমর বিল মারুফ বা দাওয়াতের আওতায় আনা সম্ভব। আল্লাহতায়ালা সুরা ইমরানের ১০৪নং আয়াতে এরশাদ করেছেন, 'তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত, যারা কল্যাণের দিকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজে নিষেধ করবে আর তারাই হলো সফল।' নবী-রাসুলদের দাওয়াতের পদ্ধতি থেকে জানা যায়, দাওয়াতের কর্মকৌশল নির্ধারণ হয় সমকালীন পরিবেশ-পরিস্থিতি বিবেচনা করে। তাই ইসলামকে যুগোপযোগী করে উপস্থাপনের ক্ষেত্রে অনলাইন মিডিয়ার বিকল্প নেই।
"মুক্তির পথ' সেই দাওয়াতের একটি ক্ষুদ্র অনলাইন মাধ্যম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ধন্যবাদ
mr mosabbir 339@gmail. Com