মহান আল্লাহ তা'আলার গুনানুবাদ অসীম ও অনন্ত প্রশংসা ঐ অনাদি ও পরম পবিত্র খােদা তা'আলার যিনি সপ্তস্তর আকাশ সপ্তস্তর জমীন তন্মধ্যস্থিত যাবতীয় বস্তুর সৃষ্টিকর্তা। যিনি এমন নিপুন কারিগর যে, মানুষের জিহ্বার উপরকথা বলার শক্তি দিয়া সৃষ্টি করিয়াছেন এবং সৃষ্টির মালিক ও সাহায্যকারী। যিনি মাখলুকের নালিশ শ্রবনকারী ও মানুষের গুনাহ ক্ষমাকারী এবং দাতা এবং এমন বন্ধু যাঁহাকে ছাড়িয়া অন্য কাহারাে নিকট দয়া পাওয়া যাইবে না। যিনি অদ্বিতীয়, নিরাকার, সর্বব্যাপী বিরাজমান। যাহার রং নাই, সুরত নাই ও মেছাল নাই। যিনি আহার করেন না, নিদ্রা যান না এবং তন্দ্রা যাঁহাকে আক্রমণ করিতে পারেনা। যাঁহার জন্ম নাই, মৃত্যু নাই, যিনি অভাব রহিত, অসীম ও অবিনশ্বর। যাহার শক্তির শেষ নাই ও প্রশংসার ইতি নাই। যাঁহার ইচ্ছায় রাজা ভিখারী হয় ভিখারী রাজ তক্তে বসে। যিনি অনন্ত করুণাময় ও প্রাণীবৎসল। যাহার করুণার শেষ নাই ও কুদরতের সীমা নাই।