ভয়ের রবিবারে আপনারা শুনবেন ভূতের দুনিয়া এ, যা ভূত ডট কম থেকে পুরোই আলাদা, তবু সে আপনাদের নিয়ে যেতে চায় ভয়ের রাজ্যে, কখনো সত্য ঘটনায়, কখনো সাহিত্যের পাতা থেকে উঠে আসা রক্ত হিম করা গল্প বা উপন্যাসে। অর্থাৎ এখানে ঘটনা পাঠাতে হচ্ছে না আপনাকে। তবে, যদি কোনো ভয়ের গল্প পড়ে ভয় পান, তবে সেই বইয়ের নামটা জানাতে পারেন আমাদের।
সত্য ঘটনাও যে একেবারেই থাকবে না, তা কিন্তু নয়। তবে, কোনটা সত্য ঘটনা আর কোনটা গল্প বা উপন্যাস, জানিয়ে দেয়া হবে আপনাদের। আপাতত: শুরুটা করছি সত্য ঘটনা দিয়ে। ধীরে ধীরে ভয়ের জগতের সব ঘটনাই স্থান পাবে ভয়ের রবিবারে। সপ্তাহে ৩ দিন না পুরো ৫ দিন, এখন থেকে রবিবারেও আপনাদের ভয়ের রাজ্যে নিয়ে যেতে আসেছে ভয়ের রবিবারে। ভয়ের ররিবার শুনতে ভূতের দুনিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবং আমাদের পাশেই থাকুন এবং আমাদের অনূপ্রেরনা দিয়ে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ।