MENU

Fun & Interesting

ইন্দিরা মুখোপাধ্যায়

ইন্দিরা মুখোপাধ্যায়

আমি একজন পাবলিশড লেখক। বাংলায় লিখি। কখনও পুরাণ কথা, কখনও বাংলার বারব্রত নিয়ে লিখি আর পড়ি। কখনও মন্দিরময় প্রাচীন শহরে পা রেখে সেখানকার মন্দিরময়তায় আচ্ছন্ন হই আমার ভ্রমণকাহিনীতে। লোকসংস্কৃতি আমার প্রিয় বিষয়। বাংলার প্রবাদ প্রবচন নিয়েও গবেষণা করতে, পড়তে আর জানাতে ভালো লাগে। আমার আরেকটা প্যাশন হল রন্ধন শিল্প। মহাকাব্যের পুরনো রান্না, হারানো রান্না, খাদ্য সংস্কৃতি, খাদ্য সাহিত্য খুঁড়ে খুঁড়ে পড়ি আর লিখি। ছোটগল্প, উপন্যাস, রম্যরচনা, ভ্রমণকাহিনী ছাড়াও জীবনোপন্যাস বা বায়োনভেলার ওপর বেশ কয়েকটি কাজ আছে আমার। বই হয়েছে। রন্ধনসংক্রান্ত বেশ কয়েকটি জনপ্রিয় বই বাজারে। বইগুলি আমাজন সহ অনেকগুলি অনলাইন স্টোরে পাওয়া যায়।
এ যাবত বইয়ের সংখ্যা ২৫ টি। জনপ্রিয় পত্র পত্রিকায়, ই ম্যাগাজিনে লিখি। ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সবাস্ক্রাইব করতে পারেন। আমার ভিডিও শেয়ার করতে পারেন।