MENU

Fun & Interesting

SS PROTIVA

SS PROTIVA

এস এস প্রতিভা : লুকানো প্রতিভার গল্প

আমাদের চারপাশে অনেক প্রতিভাবান মানুষ আছেন, যাঁরা সুযোগের অভাবে নিজেদের গানের প্রতিভা দেখাতে পারেন না। এস এস প্রতিভার লক্ষ্য হলো এই মানুষদের খুঁজে বের করা এবং তাঁদের গানের প্রতিভা সবার সামনে নিয়ে আসা।

আমরা বিশেষত সেইসব মানুষদের নিয়ে কাজ করি, যাঁরা অবহেলিত বা সুবিধাবঞ্চিত, কিন্তু কণ্ঠ ও সুরে সবাইকে মুগ্ধ করার ক্ষমতা রাখেন। ইউটিউবের মতো বড় প্ল্যাটফর্ম ব্যবহার করে আমরা তাঁদের প্রতিভা সবার সঙ্গে ভাগ করে নিতে চাই।

📍 অবস্থান:
পাবনা জেলার, ফরিদপুর থানায়, বনওয়ারি-নগর গ্রাম

মো. ওমর সানি সম্রাট
প্রতিষ্ঠাতা এবং পরিচালক , এস এস প্রতিভা
(ও. এস. এস. এন্টারটেইনমেন্টের একটি উদ্যোগ)
📱 যোগাযোগ: +88-01737157811 (শুধুমাত্র টেক্সট/হোয়াটসঅ্যাপ বার্তার জন্য)