ইসলামের বার্তা তুলে ধরতে বাংলায় অনলাইন আয়োজন
পরিচিতি ও উদ্দেশ্য:
Risalatul Islam BD 'জামিয়াতুল উলূমিল ইসলামিয়া ঢাকা'র বহুমুখী দাওয়াতী কার্যক্রমের একটি অংশ। বাংলাদেশের অভিজ্ঞ ও বিদগ্ধ আলেমদের একটি জামাআত কর্তৃক প্রতিষ্ঠিত দারুল উলূম দেওবন্দের ধারার একটি দীনী শিক্ষা প্রতিষ্ঠান এটি। আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আদর্শের উপর ভিত্তি করে বহুমুখী দীনী, তালীমী ও দাওয়াতী উদ্দেশ্যকে সামনে রেখে ২০০৬ ইংরেজি সালে প্রতিষ্ঠিত হয় 'জামিয়াতুল উলূমিল ইসলামিয়া ঢাকা'। বিগত দশ বছরে তালীম-তরবিয়ত ও শিক্ষা-দীক্ষার দিক থেকে এ জামিয়া সর্ব মহলের দৃষ্টি আকর্ষণ ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ। ইতিমধ্যেই বৃহৎ দাওয়াতী পরিকল্পনা নিয়ে জামিয়ায় ‘কিসমুদ দা'ওয়াহ ও মুকারানাতিল আদয়ান’ [ইসলামী দা'ওয়াহ ও তুলনামূলক ধর্মতত্ত্ব বিভাগ/Department of Islamic Da'wah & Comparative Religion] নামে একটি গবেষণামূলক বিভাগ খোলা হয়েছে। এই দাওয়াতী কার্যক্রমের অংশ হিসেবেই 'Risalatul Islam BD' এর সূচনা।