Welcome to Radha Kunja Kirtan Channel. আমাদের চ্যানেলে ভারতের বিভিন্ন স্বনামধন্য কীর্তনিয়ার কীর্ত্তন দেখতে পাবেন। কীর্তন হিন্দু ধর্মের মানুষের চেতনার সঙ্গীত, যাঁর মাধ্যমে সনাতন ধর্মের মানুষ তাঁদের ইষ্ঠ দেবতা রাধারানী ও শ্রী কৃষ্ণের অপূর্ব লীলা কথা জানতে পারেন। তবে এই কীর্তন বাঙালির কাছে তখনই প্রাধান্য পেল যখন শচী নন্দন মহাপ্রভু চৈতন্য বা নিমাই ও নিতাই অ-কাতরে হরিনাম বিতরণ করলেন। মহাপাপী জগাই মাধাইয়ের উদ্ধারের মধ্য দিয়ে ভগবানের আশ্রয় স্থল নিতাই জগৎকে এই শিক্ষা দিলেন যে,হে জগৎ সময় থাকতে সেই করুণাময় ঈশ্বরের নাম করো।
আর তারপর কলির জীব ধীরে ধীরে তাঁর করণীয় কর্তব্য বুঝতে পেরে মহাপ্রভুর মধুর হরিনাম এ মত্ত হয়ে গেলো। যাঁর ফল স্বরূপ আজ বাঙালির ঘরে ঘরে হরিনাম এর মহা প্রলয়।
আর এই প্রলয় আরো তীব্র হলো যখন ইন্টারনেট আমাদের হস্তগত হলো। আজ ঘরে বসে আমরা ইউটিউব এর মাধ্যমে হরিনাম শুনতে ও দেখতে পাচ্ছি। Youtube আজ সমস্ত পৃথিবীর মানুষের কাছে এক যান্ত্রিক পুঁথির মতো ।
তাই সনাতন ধর্মের মানুষের কাছে আবেদন রামায়ণ, মহাভারত, বেদ, গীতা সম্পর্কে জানুন এবং জানান।
জয় নিতাই