MENU

Fun & Interesting

HASNA'S COOKING PLUS

HASNA'S COOKING PLUS

Detailed recipe Plus Easy cooking, Tasty food Recipe, healthy cooking method, health benefit list. Authentic food recipe and origin of dish.

স্কুল জীবনে নিয়মিত রান্নার পাশাপাশি প্রতি শুক্রবার বিশেষ রান্না না করলে সেটাকে শুক্রবার মনে হত না। সে অনেক দিন আগের কথা। এর মাঝে কত কাহিনী এই রান্না নিয়ে। সে সব বাদ দিয়ে শেষ পর্যন্ত ২০১৯ রমজানের আগে যা হল। খুব অসুস্থ, শক্তিহীন।জটিল রোগ না, এরপর ও মনে হচ্ছিল মরেই যাব। তখন হঠাৎ মনে হল মরে গেলে আমার সাথে আমার রান্নাবান্না নিয়ে যেসব কাজ, সব পৃথিবী থেকে বিদায় নিবে। কারো কোন কাজেই আসবে না। তখনই সিদ্ধান্ত নিলাম রেকর্ডিং এর। যেই ভাবা সেই কাজ। ঠিক তখন থেকেই আল্লাহর নাম নিয়ে শুরু।আর এমনিতে আমাদের দেশের মানুষকে পৃথিবীর বিভিন্ন দেশের স্বাস্থ্যকর খাবার সম্পর্কে জানানোর উপায় খোঁজে পাচ্ছিলাম না। এই পথটাকে বেছে নিলাম। যদি ও খুব সহজ কাজ না একজন কর্মজীবি মায়ের জন্য। তবে আপনাদের সহযোগীতা পেলে, অনেকটাই সহজ হয়ে আসবে।

ভিডিও গুলো অন্যদের সাথে শেয়ার করবেন, আপনাদের মতামত জানাবেন।
Like and subscribe করে আমাকে অনুপ্রেরণা দিবেন।