”কালিকাপুর মিডিয়া সেন্টার” যে কোন ইসলামিক অনুষ্ঠান, ওয়াজ-মাহফিল, ইসলামি সংস্কৃতিক বিষয়ক বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, বিভিন্ন জনসভা বা জনসমাবেশ ইত্যাদি বিভিন্ন অনুষ্ঠানে ভিডিও ক্যামেরা, ডি এস এল আর ক্যামেরা, ডি ভিডিও প্রজেক্টর, মাইক, ইত্যাদি ভাড়া দিয়ে থাকে। এছাড়া বিয়ের অনুষ্ঠানের ভিডিও করার কাজ করে থাকে।
এবং কালিকাপুর মিডিয়া সেন্টার দেশ ও দেশের বাহিরের বিভিন্ন জনপ্রিয় ইসলামিক বক্তাদের নতুন নতুন ওয়াজ এবং হাদিস কেরআনের গুরুত্বপূর্ন আলোচনা বিষয়ক ভিডিও প্রচার করে। এছাড়াও আমাদের চ্যানেলে ইসলামি সংস্কৃতিক বিষয়ক বিভিন্ন অনুষ্ঠান প্রচার করা হয়।
যোগাযোগ: ০১৭১১-০৪৭০১৯
আমাদের ফেসবুক পেজ: www.facebook.com/kalikapurmediacenter123
গুগল ম্যাপ: goo.gl/maps/XZNko7eA6o1XJv639