চ্যানেল রঙ্গিলা মাঝি-- প্রযোজনায় ও পরিবেশনায় -- ঝাউগড়া বেনজীরিয়া চিশতীয়া নিজামীয়া পাক দরবার শরীফ। নারায়ণগঞ্জ আড়াইহাজার। ঢাকা বাংলাদেশ।
ঝাউগড়া বেনজীরিয়া চিশতীয়া নিজামীয়া পাক দরবার শরীফ এর পক্ষ থেকে সকল তরিকা পন্থী গুরু ভক্ত ভাই বোনদের জানাই, প্রেম ভালোবাসা ভুক্তি পূর্ণ সালাম। শুভেচ্ছা ও অভিনন্দন।
অামাদের #চ্যানেল_রঙ্গিলা_মাঝি। এই চ্যানেল এ অামাদের দরবারের প্রতি বছরের, সপ্তাহিক ও বাৎসরিক অনুষ্ঠান। লালন গীতি। বাউল গান। কাওয়ালি ইত্যাদি প্রচারিত করা হবে জয় গুরু। সকল তরিকা পন্থী গুরু ভক্ত ভাই বোনেরা যদি আপনারা আমাদের পাশে থাকেন। তাহলে আমাদের #চ্যানেল_রঙ্গিলা_মাঝি।
আমাদের এই চ্যানেল টি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবে।
#চ্যানেল_রঙ্গিলা_মাঝি
প্রতিটা বিডিও তে একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব ও শেয়ার করবেন।
। সবাইকে ধন্যবাদ। জয় গুরু।🙏🙏🙏