MENU

Fun & Interesting

sattya sanatan vaidic dharma

sattya sanatan vaidic dharma

*জীবজগতের অস্তিত্ব রক্ষার্থে এবং সমগ্র মানবজাতির মধ্যে ঐক্য স্থাপন করার জন্য ঈশ্বরীয় গ্রন্থ বেদ বাণীর* *প্রচার দরকার। কারণ বর্তমান সময়ে বিভিন্ন সম্প্রদায় এবং রিলিজিয়* ন গুলির মধ্যে যে ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে পড়েছে তার থেকে সমগ্র মানবজাতি ও প্রকৃতিকে রক্ষা করতে হলে আমাদের বেদের পথে ফিরতে হবে। তাই আমরা সেই সমাজে প্রচার করার জন্য আপনাদের অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি ।আপনার সময় থাকলে সময় দিন অর্থ থাকলে অর্থ দিন আর এই মহান কাজে যদি যুক্ত হয়ে নিজের জীবনকে ধন্য করুন এবং পরবর্তী প্রজন্মকে একটা সুন্দর ভবিষ্যৎ দিয়ে পৃথিবীকে সুন্দর শান্তিময় করে তুলুন। আপনারা যে কোন সংগঠনে থাকলে আমাদের সাথে যুক্ত হতে পারেন আমরা বর্তমান প্রজন্মের যুবসমাজকে সঠিক শিক্ষা দেয়ার চেষ্টা করব। আপনারা যদি কোন স্কুলের শিক্ষক হন আমরা সেইসব স্কুলে গিয়ে এই বার্তাগুলি পৌঁছানোর চেষ্টা করব ছাত্রদের কাছে জেলা ভিত্তিক প্রচারে তাহলে অবশ্যই sanatan dharma লিখে আমাদের মেসেজ করতে পারেন। কিংবা ফোনও করতে পারেন এই নাম্বারে
9564156505
বাংলাদেশের বন্ধুরা এসটিডি কোড
+91 দেবেন।🙏🏻🙏🏻🙏🏻🙏🏻