সদগুরুর অফিসিয়াল বাংলা চ্যানেল।
সদগুরু একজন যোগী, অতীন্দ্রিয়বাদী, জনপ্রিয় লেখক ও কবি। সদগুরুকে ভারতবর্ষের প্রথম 50 জন প্রভাবশালী মানুষদের মধ্যে একজন ধরা হয়। দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের কোয়েম্বাটুর শহরের ভেলিয়াঙ্গীরি পর্বতের পাদদেশে অবস্থিত সদগুরুর আশ্রম, ঈশা যোগ কেন্দ্র; যোগ এবং ধ্যানের এক পীঠস্থান। যোগ এবং ধ্যানের বিভিন্ন পদ্ধতি শিখতে সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ এই আশ্রমে আসেন। এছাড়াও সদগুরু'র প্রতিষ্ঠিত ঈশা ফাউন্ডেশনের তরফ থেকে সারা দেশ এবং বিশ্ব জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানীয় ভাষায় যোগ এবং ধ্যানের শিক্ষা দেওয়া হয়।
ঈশা যোগ কেন্দ্রে বিরাজমান ধ্যানলিঙ্গ এবং লিঙ্গভৈরবীর কৃপায় আশ্রমে আগত মানুষদের জীবনের এক নতুন দিক উন্মোচিত হয়। দৃষ্টির পূর্ণ স্বচ্ছতা থাকার কারণে আধ্যাত্মিকতার বিষয় ছাড়াও ব্যবসায়িক ক্ষেত্রে, পরিবেশ সচেতনতায় এবং আন্তর্জাতিক ব্যাপারগুলিতেও সদগুরুর ভূমিকাকে গুরুত্বপূর্ণ ধরা হয়। সদগুরুর সংস্পর্শে প্রতিটি ক্ষেত্রেই সম্ভাবনার এক নতুন দ্বার খুলে যায়।