MENU

Fun & Interesting

জ্ঞানের কান্ডারী

জ্ঞানের কান্ডারী

( Welcome To My Channel )
🙏 Gyaner Kandari 🙏

কোন ব্যক্তি, জাতি, বর্ণ, এবং ধর্মকে ছোটো করা জ্ঞানের কান্ডারী, চ্যানেলের উদ্দেশ্য নয়। তথ্যগুলি ইন্টারনেট এবং বিভিন্ন বই থেকে সংগ্রহ করা হয়। তথ্যগুলির মধ্যে ভুল থাকলে আমি দুঃখিত। যদি সঠিক তথ্য জানা থাকে তাহলে কমেন্টে তা জানিয়ে দেবেন, যাতে সবাই সঠিক তথ্য জানতে পারে। ভিডিওটির মধ্যে বলা তথ্যগুলি ভুল না ঠিক সেটা অবশ্যই যাচাই কোরে নেবেন। আমার কোনো ভিডিও যোদি কোনো ধর্ম,জাতি,বর্ণ বা ব্যক্তিকে আঘাত করে অথবা হিংসা কিংবা উত্তেজনার সৃষ্টি করে জানাবেন, ভিডিওটি সরিয়ে দেওয়া হবে। ভিডিওগুলোর মধ্যে হয়তো কিছু তথ্য ভুল থাকতে পারে তাই সচেতন হোয়ে নিজের দায়িত্বে ভিডিওগুলি দেখবেন। কিছু জানার উদ্দেশ্য নিয়ে ভিডিওগুলি দেখুন, ভিডিও গুলির মধ্যে কিছু ভুল হলে ক্ষমা করে দেবেন। জ্ঞানের কান্ডারী, চ্যানেলের ভিডিও সম্পর্কে যে কোন অভিযোগ থাকলে সেটা চ্যানেলকে জানাবেন চ্যানেল আপনার অভিযোগের সমাধান করবার চেষ্টা করবে। দর্শক কোন আইনত পদক্ষেপ নিতে পারবে না এই শর্তে দর্শককে ভিডিওগুলি দেখার আমি অনুমতি দিলাম। ধন্যবাদ 🙏🙏🙏

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।