Hello USA হলো একটি পরিবারের নাম। যার সদস্য সংখ্যা লক্ষাধিক। তাদের সবার সুখ দুঃখ, হাসি আনন্দ, জীবন ভবিষ্যৎ সব কিছুর প্রতিফলন ঘটে এই channel এর ভিডিওগুলোতে।
আমেরিকাকে অনেকে স্বপ্নের দেশ বলে থাকে। এই দেশে এসে বসবাস করার সৌভাগ্য পৃথিবীর খুব কম মানুষেরই হয়। এই দেশের মানুষের অর্থনীতি, আইন কানুন, সামাজিক নিয়ম নীতি আমাদের বাংলাদেশ থেকে সম্পূর্ণ ভিন্ন। অনেকেই এই দেশে আসতে চান- কখনো বেড়াতে, কখনো স্থায়ীভাবে বসবাস করার উদ্দেশ্যে আবার কখনও পড়াশোনা করতে।
পৃথিবীর নানা স্থানে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী ভাই বোনদের মাঝে এই দেশটির সামাজিক নিয়মনীতি, আইনকানুন ইত্যাদি ভালো ভালো জিনিসগুলো তুলে ধরা এবং সেই নিয়মনীতিগুলো আমাদের দেশের মধ্যে বিশেষ করে বাংলাদেশ এবং ভারত- এই দেশ দুটিতে কিভাবে বাস্তবায়ন করা যায়, সেই বিষয়গুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরাই আমাদের প্রধান উদ্দেশ্য।
আমাদের এই চ্যানেলটি বাংলাদেশ এবং আমেরিকার মধ্যে একটি Breeze হিসেবে কাজ করে।