MENU

Fun & Interesting

My Cooking House

My Cooking House

আসসালামুআলাইকুম,
আজ ৮ এপ্রিল,আলহামদুলিল্লাহ! আল্লাহ তায়ালার অসেস রহমতে আজ 400k সদস্যের ভালবাসায় এই চ্যানেলটি তে আমি কাজ করছি। নিশ্চয়ই এতো গুলো মানুষের কাছে আমার রেসিপিগুলো ভালো লেগেছে। আপনাদের ভালোবাসায়,এবং দোয়াই আজ আমি এপর্যন্ত আসতে পেরেছি।আপনাদের কাছে আমার অনুরোধ। আপনারা আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন প্লিজ। যখন আমি মারা যাবো,এই পৃথিবীতে আমি থাকবোনা।তবে আমার তৈরী এই রেসিপি গুলো থেকে যাবে। আপনারা যারা আমার রেসিপি গুলো দেখবেন, প্লিজ মন থেকে আমার জন্য দোয়া করে যাবেনে । আর এই পাওয়াটাই আমার জন্য শ্রেষ্ট পাওয়া হবে।
মাঝেে মাঝে আমার মনে হয় আমি যদি এখনই মারা যায়। তাহলে আমার আরো কিছু প্রিয় রেসিপি আপনাদের সাথে শেয়ার করা বাকি থেকে যাবে। তাই আল্লাহ তায়ালার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাকে নেক হায়াত দান করো। নিশ্চয়ই আল্লাহ তায়ালা আমাকে ততোটুকুই হ্মমতা দান করবে যতো টুকু এই পৃথিবীর জন্য আমার দ্বারা মঙ্গল করা সম্ভব।আমিন।