KRISHI UDDOG (কৃষি উদ্যোগ)
”কৃষি উদ্যোগ” একটি ডিজিটাল প্লাটফর্ম। কৃষি উদ্যোগ, সম্পুর্ণ অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ। কৃষক, কৃষি উদ্যোক্তা ও কৃষিতে আগ্রহীদের দক্ষতা উন্নয়নে তথ্যচিত্র নির্মানের পাশাপাশি প্রশিক্ষণ কর্মশালা, সেমিনার, মোটিভেশনাল ট্যুর, অনলাইন টকশো এবং বিভিন্ন প্রকাশনা ও প্রচারণামূলক কার্যক্রম আয়োজন করে। সফল কৃষি উদ্যোগের রূপকারদের সাফল্যের বাস্তব গল্পগাঁথার ভিডিওচিত্র ধারণ এবং অন্যতম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে তা প্রচার করে তাদেরকে উৎসাহিত করা এবং আগ্রহী নবীন উদ্যোক্তাদের আকৃষ্ট করার মাধ্যমে কৃষি তথা দেশের উন্নয়নে অবদান রাখাই চ্যানেলটির প্রধান লক্ষ্য।
কৃষি ও প্রাণিসম্পদ সম্পর্কিত টিপস এবং কৌশল, খামার ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার, খামার জীবনের পর্দার পেছনের গল্প, কৃষি ও খামার থেকে খরচ কমিয়ে আয় বৃদ্ধির কৌশল, খামার পরিচালনায় নানারকম সমস্যা ও সমাধানে ভূমিকা রাখবে।
কৃষি উদ্যোগ উদ্যোক্তা, কৃষক এবং কৃষি প্রযুক্তি উদ্ভাবন ও হস্তান্তরের সাথে সংশ্লিষ্ট বিজ্ঞানী, প্রতিষ্ঠান, সম্প্রসারণ কর্মী এবং বাজারজাতকারীদের মধ্যে কার্যকর সেতুবন্ধন সৃষ্টিতে অবদান রাখতে অঙ্গীকারবদ্ধ ।