Dive into the heartfelt melodies of "Valobasar Dhoron Vala Na," a song that beautifully captures the complexities of love. With poignant lyrics & Composition by Shimul Hasan and enchanting music by Munshi Jewel, this track resonates with anyone who has experienced the ups and downs of relationships.
Song: Valobasar Dhoron Vala Na (ভালোবাসার ধরন ভালো না)
Singer: Samiya
Lyric & Tune: Shimul Hasan (শিমুল হাসান)
Music: Munshi Jewel (মুন্সি জুয়েল)
Video editor: Jewel Azmir
Dop: Monir molla
Producer: Shimul Hasan
Label: Shimul Hasan
Bangla Lyrics :
একজন মানুষ হইয়া তুমি কয় জনারে বিলাও মন
ঊপর উপর দেখাও ভালা ভিতরে কয়লার মতন।
মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়ে বাসনা।
বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না॥
আমার ঘর আঁনধার করিয়া কার ঘড়ে দাও আলো
সরল মনটা নিয়া কেন নিঠুর খেলা খেলো।
বিষ খাওয়াইয়া মারো আমায় তিলে তিলে মাইরো না।
বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না॥
নাইবা যদি বাসো ভালো কেন আশা দাও
মিছা আশা দিয়া কেন হ্রদয় টা পোড়াও।
মিঠা মিঠা কথায় আমায় আর জ্বালাতন কইরো না।
বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না॥