MENU

Fun & Interesting

Village Life In Bandarban Marma || দুর্গম পাহাড়ে মারমা জনগোষ্ঠীর গ্রামীণ জনজীবন...

Md Fizz 2,296,170 lượt xem 2 years ago
Video Not Working? Fix It Now

#Village_Life_Marma

My Instagram Id : https://www.instagram.com/mdfizz02/

Debotakhum Vlog : https://youtu.be/HqFKmoDTHiA
Dhaka To Kolkata 550 Taka : https://youtu.be/tVAJJWIhs94
Kolkata To Jammu kashmir 750 Rs : https://youtu.be/Ft-EocTkUhw

মারমা বাংলাদেশের একটি আদিবাসী ও বৃহৎ জাতিসত্ত্বা। চট্টগ্রাম বিভাগের তিন পার্বত্য জেলায় তাদের বসবাস দেখা গেলেও মূল জনগোষ্ঠীর অধিকাংশের বসবাস বান্দরবানে। বান্দরবান এর সবচেয়ে দারিদ্র্য গ্রাম এটি যাকে বলা হয় পাহাড়ি গ্রাম শিলবান্ধা পাড়া। তবে এদের সংগ্রাম পাহাড় পার্বতের সাথে, এখানকার পুরুষ ও মহিলারা সমান সংগ্রামি। তাদের প্রাধান মুল কাজ হল কৃষিকাজ তবে এ গ্রামে বসবাস কারি সবাই মারমা যা মিয়ানমার থেকে এসেছে। এমনই একটি পাহাড়ি গ্রাম ও গ্রামীন জনজীবন আপনাদের দেখাব।

এখানকার মানুষ যেমন সাহসি তেমন সংগ্রামী তবে রাস্তাঘাট বিদ্যুৎ পানি সমস্যা তাদের আদিকাল থেকে।চিকিৎসার জন্য এছারা স্কুল কলেজে যেতে তাদের শহরে পায়ে হেটে ঘন্টারপর ঘন্টা পাহাড়ের আকা বাকা বনাঞ্চল দিয়ে যেতে হয়। ছোট ছোট মারমা শিশুদের কোলে নিয়ে তাদের মায়েরা এ পথ অতিক্রম করে।

মারমাদের বাড়ি "মাচাং" নামে পরিচিত। মাচাঙ গুলোর উচ্চতা ৬ থেকে ৭ ফুট হয়। তাদের ঘরগুলি হয় চারকোণা আকৃতির। ঘরের দেয়ালগুলি বাঁশ দ্বারা এবং ঘরের ছাদ কাঁচা ঘাস দিয়ে আবৃত থাকে। প্রবেশের জন্য মাচার নিচ থেকে একটি মই সংযুক্ত থাকে।

মারমাদের নিজস্ব উপভাষা রয়েছে, যা বার্মিজ এবং আরাকানদের সাথে সাদৃশ্যপূর্ণ
ধর্মীয় এবং সামাজিক গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে। সাধারণত অভিভাবকরা বিবাহের ব্যবস্থা করে থাকে, তবে মারমা সমাজে প্রেমের বিবাহও স্বীকৃত রয়েছে। তারা বহু বিবাহ এবং বিধবা বিবাহ করতে পারে। বাল্য বিবাহ ও যৌতুক বিনিময় মারমা সমাজেে নিষিদ্ধ।

এদের মূল পেশা হল কৃষিকাজ তারা জুম চাসে পারদর্শি। এগুলি ছাড়াও তারা কাপড় বুনা, লবণ সংগ্রহ এবং গুড় তৈরি করে থাকে। কৃষিকাজে পুরুষ ও মহিলা উভয়ই অংশগ্রহণ করে জুম চাষের পাশাপাশি তারা আলু,তুলা, আখ,আনারোষ,কলা,পেপে ইত্যাদি চাষ করে।

এখান কার শিশুদের বেরে ওঠা পাহার পর্বতের সাথে যুদ্ধ করে৷ তবে আধুনিক ছোয়ার বাহিরে।

Comment