আমি একটা বিবাহিত পিচ্চি ছেলে।।ইসসস আম্মু আব্বু কেন যে এতো তারাতারি আমার বিয়ে দিয়ে দিল কে জানে।মাত্র তো ১০ম শ্রেণি তে উঠলাম।আর আমার বউ তো আমার থেকেও পিচ্চি মানে বাচ্চা হি হি হি সবে মাত্র জিএসসি পাশ করে ৯ম শ্রেণীতে উঠলো।যাক বিয়েটা হয়েছে ভালোই হয়েছে এই শীতের সয়ম তো কাউকে জরিয়ে ধরে আরামে ঘুমতে পারবো।আরে মনে মনে কথা বলতে গিয়ে তো আমি আপনাদের পরিচয় দিতে ভুলে গেছি।আমি হলাম বাবা মায়ের একমাত্র আদরের বাদুরে ছেলে আশফাকুল আজম ফয়সাল। আর আমার পাশে যে শুয়ে আছে মানে আমার বউ দিশা সেও তার মা বাবার মানে আমার চাচা,চাচির একমাত্র মেয়ে.....
গল্প পিচ্চি_স্বামী_Vs_বাচ্চা_বউ
writter_md_asfaqul_azom_foysal