ইস্তাম্বুল। দেড় হাজার বছরের পুরনো ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতির আলামত ছড়িয়ে-ছিটিয়ে আছে তুরষ্কের এই এই প্রাচীন শহরে।
এক সময় বাইজেন্টাইন, ল্যাটিন ও অটোম্যান সাম্রাজ্যের রাজধানী ছিলো এই এটি। ১৪৫৩ সালে ততকালীন কন্সটান্টিনোপলের পতনের পর সুলতান ফাতিহ মেহমেত থেকে শুরু করে সুলতান সুলেমান কিংবা তার আগে পরের সব অটোম্যান শাসকের হাতে সমৃদ্ধ হয়েছে এই শহরটি।
এশিয়া ও ইউরোপকে বিভক্ত করা বসফরাস প্রণালী, প্রায় ১৫শ' বছর আগে নির্মিত আয়া সোফিয়া, অটোম্যান সুলতানদের তোপকাপি প্রাসাদ ও দৃষ্টিনন্দন মসজিদসহ অজস্র নিদর্শন দেখতে প্রতি বছর লাখ লাখ পর্যটক ছুটে আসেন ইস্তাম্বুলে।
টার্কিশ এয়ারলাইন্সের ফ্যামট্রিপে এবার আমিও হাজির তুরষ্কে। তবে শুধু ইস্তাম্বুল নয়, ঘুরে দেখাবো ট্রাবজোন ও রিজে প্রদেশের অদেখা সৌন্দর্য।
ঘুরে ঘুরে স্বাদ নেবো টার্কিশ চা, বাকলাভা আর কাবাবসহ মজার মজার খাবারের।
সেই সাথে ধীরে ধীরে প্রবেশ করবো অটোম্যানদের ইতিহাসের একেবারে অন্দরে। সুলতান সুলেমানের হেরেম থেকে রান্নাঘর, জন্মভিটা থেকে সমাধী, একে একে সবই তুলে ধরবো আমি।
==================
তুরষ্কে যেতে চান?
যোগাযোগ :
Tourkeystay Tours
Cell : 01875458675
Email : almamuntr@yahoo.com
Facebook Page : https://www.facebook.com/tourkeystaytours
===========
Contact :
sumonmcj@yahoo.com
#turkey #istanbul #turkey_tour #turkish_airlines #way_to_istanbul #ইস্তাম্বুলের_পথে #তুরষ্ক_ভ্রমণ #টার্কিশ_এয়ারলাইন্স #ট্রাবজোন #তুরষ্ক #ইস্তাম্বুল