MENU

Fun & Interesting

চেতনার অর্থ ও গুরুত্ব জানলে মোক্ষ লাভ হবে। What is consciousness in Bengali

Bengals Golpo Archive 61,795 2 years ago
Video Not Working? Fix It Now

চেতনার শক্তি , যা একজন মানুষকে, ভগবান বানাতে পারে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই অনেকবার লক্ষ্য করেছেন , যে আমাদের মেজাজ , প্রতিদিন পরিবর্তিত হতে থাকে। কখনও কখনও আমরা খুব রেগে যাই , এবং কখনও কখনও আমাদের, সবকিছুই ভালো লাগতে লাগে । কখনও কখনও আমরা অনেক কথা বলতে চাই, আবার কখনও কখনও , আমরা চুপ করেই বসে থাকতে চাই । অনেক সময় আমরা সব কাজ খুব ভালো করে করি, আবার কখনো আমরা কোনো কাজ করার, মুডেই থাকি না। কিন্তু কেন এমন হয়? এর পেছনের কারণ কী?। বন্ধুরা, আপনিও যদি জীবনে একজন মহান ব্যক্তি হতে চান, আপনার জীবনের লক্ষ্যকে অর্জন করতে চান, তাহলে আপনার এই চেতনার শক্তিকে, গভীরভাবে জানা উচিত । এই ভিডিওটি দেখার পরে এবার আপনিও বলতে পারবেন , যে মানুষ কিভাবে সফল হয়, কেন তাকে আকর্ষণীয় দেখায়।

Comment