আঞ্চলিক রাজনীতিতে তাইওয়ানকে নিয়ে সবার এত মাথাব্যাথা কেন ?? আদ্যোপান্ত সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন 🔔 : https://www.youtube.com/ADYOPANTO
২০২২ সালের ১৪ সেপ্টেম্বর, মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটে উত্থাপিত হয় ‘তাইওয়ান পলিসি অ্যাক্ট’ নামের একটি বিল যেখানে ওয়াশিংটন ও তাইপের মধ্যে সম্পর্ক আরো জোরদার করার বিষয়ে প্রস্তাবনা তুলে ধরা হয়। এই বিলের মূল এজেন্ডাই ছিলো তাইওয়ানের নিরাপত্তা নিশ্চিত করা, বানিজ্য সহযোগিতা বাড়ানো এবং পারস্পরিক সম্পর্কের উন্নয়ন ঘটনো। বলাই বাহুল্য, এই গতবাধা প্রস্তাবনার আড়ালে ছিলো ইন্দো প্যাসিফিক অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ কৌশল আরো শক্তিশালী করা। কেননা এই অঞ্চলের ভূরাজনীতিতে তাইওয়ান যে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না।
শুনতে বিস্ময়কর মনে হলেও, এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র তাইপে সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। কিন্তু তাইওয়ানের স্বার্থ রক্ষায় ওয়াশিংটনের উদ্বেগ যেন চোখে পড়ার মতো। অনেকের মতে, ইন্দো-প্যাসিফিক অঞ্চলের চাবি হচ্ছে তাইওয়ান। শুধু এর গুরুত্বপূর্ণ ভৌগিলক অবস্থানের কারণেই নয়, তাইওয়ান বর্তমান বিশ্বের অন্যতম অর্থনৈতিক হাব এবং প্রযুক্তি বিপ্লবের কেন্দ্র হিসেবেও সুপরিচিত।
এই বছরের গোড়ার দিকে মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পলোসি তাইওয়ান সফরে গেলে, ছোট্ট এই দ্বীপের গুরুত্ব যে কতটা তা স্পষ্ট হয়ে উঠে। এবং সেইসাথে আন্তর্জাতিক রাজনীতির অঙ্গনেও উত্তাপ ছড়ায় তার এই সফর। কিন্তু কেন তাইওয়ানকে নিয়ে মার্কিনীদের এত মাথাব্যাথা। আঞ্চলিক শক্তির ভারসাম্য রক্ষায় তাইওয়ান কি কারণে এত গুরুত্বপূর্ণ? এসব কিছুই জানার চেষ্টা করবো আদ্যোপান্ত’র এই পর্বে।
আদ্যোপান্ত'র আজকের ভিডিওটির স্পন্সর Arogga অ্যাপ। অ্যাপটি ইন্সটলের সাথে সাথে ৪০ টাকা বোনাস পেতে ইন্সটল করুন নিচের লিংক থেকে:
https://www.arogga.com/s/ADPN/ari
অথবা ADPN কোডটি ব্যবহার করুন অ্যাপের রেফার বক্সে।
💻 যুক্ত হোন:
ফেইসবুক: https://www.facebook.com/Adyopanto
💻 আমাদের ওয়েবসাইট:
https://www.atpoure.com
📌 For Copyright Related Issues, please contact us:
[email protected]