গ্রীনল্যান্ড কেন চাচ্ছেন ট্র্যাম্প | Why Trump wants Greenland
#usa #america #greenland
ডোনাল্ড ট্রাম্প জুনিয়র গতকাল মঙ্গলবার আর্কটিক অঞ্চলের দ্বীপ গ্রিনল্যান্ডে গিয়ে পৌঁছেছেন। তাঁর বাবা যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দ্বীপটি কিনে নেওয়ার প্রবল আগ্রহ ব্যক্ত করেছেন। যদিও কড়া বার্তায় গ্রিনল্যান্ড কর্তৃপক্ষ জানিয়েছে, এটি বিক্রির জন্য নয়।
ট্রাম্প জুনিয়র গ্রিনল্যান্ডে তাঁর এ সফরকে ‘খানিকটা আনন্দভ্রমণ’ হিসেবে বর্ণনা করেছেন। সম্প্রচারমাধ্যম সিএনএনকে তিনি বলেছেন, ‘বাড়ির বাইরে সময় কাটানোর মানুষ হিসেবে এ সপ্তাহে গ্রিনল্যান্ডে থামতে পেরে আমি রোমাঞ্চিত।’
তবে ট্রাম্প জুনিয়রের সফর বিশ্বের বৃহত্তম এ দ্বীপ নিয়ে তাঁর বাবার পরিকল্পনা আসলে কী, সে বিষয়ে জল্পনাকল্পনাকে উসকে দিয়েছে।
গ্রীনল্যান্ড ও আমেরিকার এই বিরোধ নিয়ে আদ্যপান্ত থাকছে আজকের ভিডিওতে। জানতে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত।